আমাদের অর্জনসমূহ
১। সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণঃ সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ ৪ মাসের কোর্সে ১০/০১/১৯৯৫ সাল হইতে ১২/০৬/২০২৩ পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৬৬তম ব্যাচে ১৫৩৮ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান এবং ৬৭ তম ব্যাচে ৪ মাসের কোর্সে ৩০ জনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। দৈনিক ১০০/- টাকা হারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদান। চুড়ান্ত পরীক্ষা গ্রহন সাপেক্ষে গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।
২। স্ব-কর্ম সহায়ক ঋণ প্রকল্পঃ জাতীয় মহিলা সংস্থা, পরিচালিত স্ব-কর্ম সহায়ক ঋণ প্রকল্পের আওতায় দলগত ভাবে ১৬২ জন মহিলাকে ৪,৫২,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে। ১০% সার্ভিস চার্জ। ২০ মাসে ২০ টি মাসিক কিস্তিতে ঋণ আদায় যোগ্য। ঋণ আদায় অব্যহত আছে। ঋণ আদায়ের হার ৯৮%।
৩। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ জাতীয় মহিলা সংস্থা পরিচালিত- মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় গরীব, দুঃস্থ্য, অসহায়, শিক্ষিত বেকার, তালাক প্রাপ্ত ও বিধবা মহিলাদের সর্বনিম্ন ২৫০০০/- টাকা এবং সর্বোচ্চ ৭৫,০০০/- টাকা পর্যন্ত একক ভাবে দলীয়ভাবে ১লক্ষ হতে ২লক্ষ্য পর্যন্ত ঋণ প্রদান করা হয়। সার্ভিস চার্জ ৫% (ফ্লাট রেট)। ২ মাস গ্রেস পিরিয়ড। বছরে ১০ কিস্তি বা ২ বছরে ২২ মাসে ২২টি মাসিক কিস্তিতে ঋণ আদায় যোগ্য। ৬৪০ জন মহিলাকে ঋণ প্রদান। ঋণ আদায় হার ৮০% প্রায়।
৪। মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পঃ জাতীয় মহিলা সংস্থা, পরিচালিত মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের আওতায় দলগত ভাবে ২৫ জন মহিলাকে ৬,২০,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে। ১০% সার্ভিস চার্জ। ২০ মাসে ২০ টি মাসিক কিস্তিতে ঋণ আদায় যোগ্য। ঋণ আদায় অব্যহত আছে। ঋণ আদায়ের হার ১০০%।
৫। সমাপ্ত গ্রামীণ উন্নয়ন প্রকল্প: জাতীয় মহিলা সংস্থা, পরিচালিত সমাপ্ত গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দলগত ভাবে ১৭৪জন মহিলাকে ৪,৫৩,৮০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে। ১০% সার্ভিস চার্জ। ২০ মাসে ২০ টি মাসিক কিস্তিতে ঋণ আদায় যোগ্য। ঋণ আদায় অব্যহত আছে। ঋণ আদায়ের হার ৮৫%।
৬। জেন্ডার, নারী ও শিশু পাচার রোধ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে সচেতনতামূলক কর্মসূচীরঃ জেন্ডার, নারী পুরুষের সমতা, নারী ও শিশু পাচার রোধ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে সচেতনতামূলক কর্মসূচীর আওতায় প্রতি ৩মাস অন্তর একটি করে উঠান বৈঠক করা হয়। এ পযর্ন্ত ১৬৩ টি উঠান বৈঠকের মাধ্যমে ৩৯৭৯ জন মহিলা কে সচেতন করা হয়েছে।
৭। আইনগত সহায়তাঃ সালিশী বৈঠকের মাধ্যমে বিরোধ মিমাংসা ৮ জনের করা হয় এবং লিগ্যাল এইড এর মাধ্যমে ১৮ জন মহিলাকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।
৮। জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা): জাতীয় মহিলা সংস্থা পরিচালিত- জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) এর আওতায় বিভিন্ন মেয়াদে ৮০৮ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ১৭ম ব্যাচে ৫০ জনের প্রশিক্ষণ অব্যহত আছে। কোর্স ফি ১০০০/- টাকা। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক চুড়ান্ত পরীক্ষা গ্রহন সাপেক্ষে গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।
৯। ক্যাটারিং (খাদ্য প্রস্তুতকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কর্মসূচী: জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ক্যাটারিং (খাদ্য প্রস্তুতকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কর্মসূচী এর আওতায় ব্লক বাটিক ও স্ক্রীণ প্রিন্ট প্রশিক্ষণ ২০১৫ সাল হতে ৩০/০৬/২০১৭ সাল পর্যন্ত ৪ মাসের কোর্সে ২৪০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
১০। অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধণ প্রকল্প (৩য় পর্যায়): জাতীয় মহিলা সংস্থা পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ২০১৬ সাল হতে ৩০/০৬/২০২০ সাল পর্যন্ত ৩০০০ জন মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
১১। নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প: জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ব্লক বাটিক ও স্ক্রীণ প্রিন্ট প্রশিক্ষণ ২০১৬-২০১৭ অর্থ বছর হতে ৩০/০৬/২০২২ পর্যন্ত ৪ মাসের কোর্সে ৭৩০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
১২। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধণ প্রকল্প (৩য় পর্যায়): জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ২০২১ সাল হতে ১২/০৬/২০২৩ সাল পর্যন্ত ১০০০ জন মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ অব্যহত আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS